img

সময় ও বয়সের সাথে চেহারায় পরিবর্তন আসা একেবারেই স্বাভাবিক বিষয়, কিন্তু অনেকেই এই পরিবর্তন সহজে মেনে নিতে পারেন না। শরীর ও ত্বক সুস্থ ও সতেজ রাখার জন্য আমরা নানা কিছু করি। তবে, আপনি জানেন কি, আপনার কিছু সাধারণ সকালের অভ্যাসই দ্রুত বার্ধক্যকে ডেকে আনতে পারে?

এই অভ্যাসগুলো সম্পর্কে জানুন এবং এখনই সতর্ক হয়ে যান:

১. সকালে নাস্তা বাদ দেওয়া:
অনেকেই সকালে দেরি করে নাস্তা করেন কিংবা একেবারেই নাস্তা খান না। কিন্তু খালি পেটে থাকা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে শরীরে স্ট্রেস হরমোন কার্টিজল বৃদ্ধি পায় এবং হজম ক্ষমতা কমে যায়। এর ফলে ত্বকে বয়সের চিহ্ন দ্রুত দেখা দেয়।

২. ঘুম থেকে উঠে ফোন ব্যবহার করা:
ঘুম ভাঙার পরই ফোনে সোশ্যাল মিডিয়া বা খবর দেখা অনেকেরই অভ্যাস। এটি একটি মারাত্মক ভুল, কারণ ফোনের নীল আলো এবং নেতিবাচক খবর মস্তিষ্ক ও মনের ওপর চাপ তৈরি করে। এতে মানসিক শান্তি নষ্ট হয় এবং ত্বকে ক্লান্তির ছাপ পড়ে।

৩. খালি পেটে কফি পান:
সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কফি পান করা ত্বক ও শরীরের জন্য ক্ষতিকর। এই অভ্যাসটি নিয়মিত করলে ত্বক দ্রুত নিস্তেজ ও কুঁচকানো হয়ে যায়।

৪. দেরিতে ঘুমানো ও সূর্যের আলোতে না যাওয়া:
যারা দেরি করে ঘুম থেকে ওঠেন, তারা ভোরের রোদ থেকে বঞ্চিত হন। সূর্যের আলো শরীর ও ত্বকের জন্য খুবই প্রয়োজনীয়। ভোরের সূর্যস্নান না করলে শরীরের সতেজতা কমে যায় এবং ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ